পেডিয়াট্রিকস এখন ফাইনাল প্রফে আলাদা বোর্ডে ভাইভা হওয়ায় এর গুরুত্ব কোন অংশেই মেডিসিনের চেয়ে কম নয়। তবে সময় কম হওয়ায় একটু টেকনিক্যালি এবং কনসেপশন ক্লিয়ার করে স্পেসিফিকভাবে না পড়লে পরীক্ষায় ভালো করা কঠিন হয়ে যায়। আবার আন্ডারগ্রাজুয়েট লেভেলের জন্য ডেডিকেটেড কোন ভালো বই না থাকায় স্টুডেন্টদদের জন্যও অনেক কষ্ট হয়ে যায়। ওয়ার্ড, ব্লক এবং প্রফ- সব জায়গায় একটি perfect guideline দেয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।